সাতক্ষীরার ওয়ারিয়ায় মসল্যা মুড়ির কারখানায় মোবাইল কোর্টে জরিমানা
ডেস্ক রিপোর্টঃ
সাতক্ষীরা সদর উপজেলার ওয়ারিয়া নামক স্থানে রনন ফুড প্রডাক্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় উক্ত মোবাইল কোর্টের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন।
সাতক্ষীরা জেলা তথ্য অফিসের এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উক্ত প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মসল্যা মুড়ি প্রস্তুত, বাজারজাত করা এবং তা প্রস্তুতির সময় নিষিদ্ধ রং ব্যবহার, মেয়াদ ছাড়া মসল্যা ও অন্যান্য ভেজাল দ্রব্যের ব্যবহার করতে দেখা যায়।
মোবাইল কোর্ট প্রতিষ্ঠানের মালিক সুমা আক্তারকে এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ৫ হাজার টাকা জরিমান আদায় করেন।
Please follow and like us: