রওশন এরশাদ আইসিইউতে
অনলাইন ডেক্স:
জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তির পর আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার ফুসফুসে কার্বনডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধিজনিত সমস্যা রয়েছে।
রওশন এরশাদের সহকারী একান্ত সচিব (এপিএস) মামুন হাসান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত শনিবার সিএমএইচে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তার ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি দেখতে পান। গতকাল সোমবার তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।
বিরোধীদলীয় নেতার আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, এইচ এম এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ ও রওশন এরশাদপুত্র রাহ্গীর আল মাহি শাদ।
৭৮ বছর বয়সী রওশন ময়মনসিংহ-৪ আসনের এমপি। তিনি দুই মেয়াদে সংসদের বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করছেন।
Please follow and like us: