ডুমুরিয়ার সৈয়দ ঈসা বি এম কলেজে জাতীয় শোক দিবস পালন
Post Views:
৪৬৬
আব্দুর রশিদ বাচ্চুঃ
ডুমুরিয়ার সৈয়দ ঈসা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। রবিবার (১৫ আগষ্ট ২০২১) সকাল সাড়ে ৯ টায় জাতীয় পতাকা অদ্ধনমিত করা হয়। সকাল ১০ টায় কলেজের অধ্যক্ষ জি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। সাড়ে ১০ টায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে কলেজের শিক্ষকরা দীর্ঘ আলোচনা এবং মিলাদ ও দোয়া অনুষ্টিত হয় । এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন প্রভাষক নাছির উদ্দিন কাগজী, প্রভাষক আব্দুর রাজ্জাক, প্রভাষক শংকর কুমার, প্রভাষক ফারুক হোসেন, প্রদর্শক আব্দুর রশিদ, লাইব্রেরিয়ান কামরুল ইসলাম, বাবু সুরঞ্জন ঘোষ, রফিকুল ইসলাম প্রমুখ ।