টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর সূচি
কাটায় কাটায় দুই মাস বাকি। আজ (মঙ্গলবার) টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করলো আইসিসি। ১৭ অক্টোবর শুরু হবে আসর। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে প্রথমপর্ব পার হয়ে নাম লেখাতে হবে সুপার ১২-এ। যেখানে আগে থেকেই আছে সেরা আট দল।
একদিন বিরতি দিয়ে ১৯ অক্টোবর বাংলাদেশ একই ভেন্যুতে খেলবে স্বাগতিক ওমানের বিপক্ষে। তারপর আরও একদিনের বিরতি। ২১ অক্টোবর টাইগারদের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি।
অর্থাৎ বিশ্বকাপের প্রথমপর্বে স্কটল্যান্ডকে নিয়েই সবচেয়ে বড় দুশ্চিন্তা বাংলাদেশের। এই গ্রুপ থেকে যদিও দুটি দল নাম লেখাবে মূলপর্বে।
এক নজরে বাংলাদেশ ম্যাচের সূচি
১৭ অক্টোবর : বাংলাদেশ-স্কটল্যান্ড (বাংলাদেশ সময় রাত ৮টা)
১৯ অক্টোবর : বাংলাদেশ-ওমান (বাংলাদেশ সময় রাত ৮টা)
২১ অক্টোবর : বাংলাদেশ-পাপুয়া নিউগিনি (বাংলাদেশ সময় বিকেল ৪টা)