ই-অরেঞ্জ নিয়ে বিব্রত, যা বললেন মাশরাফী
সম্প্রতি ই-অরেঞ্জ নামে একটি ই কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনায় এসেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। দাবি করা হয় প্রতিষ্ঠানটি গ্রাহকের কাছ থেকে টাকা নিয়েও পণ্য দিচ্ছে না।
বিক্ষুব্ধ জনতা এরপর মাশরাফীর বাড়ির সামনেও জড়ো হন। তাদের সঙ্গে দেখা করে ই-অরেঞ্জের গ্রাহকদের সঙ্গে কথা বলেন মাশরাফী। তাদের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন সাবেক অধিনায়ক।
তিনি বলেছেন, ই-অরেঞ্জের সঙ্গে আমার ছয় মাসের চুক্তি ছিল। সেটা শেষ হয়েছে। আমি এখন এটির সঙ্গে নেই। তবুও একজন গ্রাহক যেখান থেকে বলছে, তাদের পাশেই আমাকে থাকতে হবে। এটার তো আইনগত জায়গায় খুব বেশি কিছু করার নেই। তবুও সাধারণ মানুষের কারণে কথা বলেছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তাদের পাশে দাঁড়াবো।
তিনি আরো বলেছেন, দুপুর থেকে আমি চেষ্টা করছি। মালিকের সঙ্গে কথা বলেছি। উনি আমাকে বলেছে উনাদের মালিকানা পরিবর্তন হয়েছে। ১৯ তারিখ থেকে ডেলেভারি দেওয়া শুরু করবে। এরপর তো আর বেশি কিছু বলার থাকে না।
প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি স্বাক্ষর নিয়ে তিনি বলেছেন, সাধারণত যখন চুক্তি স্বাক্ষর হয়। সিইও এসে চুক্তি করে। আমার এজেন্ট নাফিসের মাধ্যমে সাজু ভাই যিনি নাটক করে উনি এসেছিলেন। এরপর চুক্তি করেছি।