যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরা জেলা কৃষকলীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালন
যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরা জেলা কৃষকলীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষে ১৫ সকাল ৬টায় শহরের কাটিয়াস্থ দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় বঙ্গবন্ধুর ম্যুরালে বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মাহফুজা সুলতানা রুবির উপস্থিতিতে এবং বাংলাদেশ কৃষকলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ^জিত সাধু ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির জাতীয় পরিষদের সদস্য এবং সাতক্ষীরা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুনজুর হোসেনের নেতৃত্বে বঙ্গবন্ধুর মুর্যালে মাল্যদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, দপ্তর সম্পাদক মো: আতিয়ার রহমান, স্থানীয় সরকার সম্পাদক মো: আফজাল হোসেন, পৌর কমিটির যুগ্ম সম্পাদক মো: বাবলুর রহমান। যোহরের নামাজের পর কাটিয়া মধ্যপাড়া জামে মসজিদের দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেন,সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, কৃষকলীগ সাধারণ সম্পাদক মুনজুর হোসেন, সহ-সভাপতি এড. নওশের আলী, দপ্তর সম্পাদক মো: আতিয়ার রহমান, সদর উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম, ১নং ওয়ার্ড সভাপতি মো: শফিউদ্দীন ময়না ও ইব্রাহিম হোসেন।