মাগুরা ও ফুলবাড়ি সবুজ সংঘের উদ্যোগে জাতীয় শোক দিবস উদযাপন
স্বাধীনতা মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা সদর শহরতলি’র মাগুরা ও ফুলবাড়ি সবুজ সংঘের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ আগষ্ট) দুপুর ২ টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাগুরা ও ফুলবাড়ি সবুজ সংঘের সভাপতি মনিরুল ইসলাম (মনি) ও সাধারণ সম্পাদক বাবু সুরেন্দ্র নাথ বিশ্বাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ ১৩নং লাবসা ইউনিয়ন শাখার সভাপতি এড. মুস্তাফিজুর রহমান শাহনেওয়াজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা বউ বাজার কমিটির সাবেক সভাপতি নজরুল ইসলাম। এছাড়াও সংঘের কর্মকর্তাগণ, সদস্যবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ রাফিউল ইসলাম।