সুশীলন টাইগার পয়েন্টে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও র্যালি অনুষ্ঠিত
আশিকুজ্জামান লিমনঃ
স্বধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলন এর উদ্যোগে মুন্সিগঞ্জ টাইগার পয়েন্টে ১৫ই আগষ্ট (রোববার) সকাল ১০ টায় সুশীলনের প্রতিষ্ঠাতা সদস্য সাইদুর রহমান মিন্টুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সুশীলন মুন্সিগঞ্জ এলাকার সকল কর্মী ও কর্মকর্তা বৃন্দ উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শহীদ সকলের আত্নার মাগফেরাত কামনা করেন।
আলোচনা সভায় বিস্তারিত আলোচনা করেন সুশীলন রিকল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী এস এম জাকির হোসেন,প্রজেক্ট ম্যানেজার সাজ্জাদ হোসেন সাজু,মিজানুর রহমান,দিবাকর ঘোষ,আঃ সাত্তার,শহীদুল ইসলাম,টাইগার পয়েন্ট প্রতিনিধি আঃ হামিদ সহ আরো অনেকে।সুশীলনেরর বিগত এক বছরের সকল কার্যক্রম মুজিববর্ষ উপলক্ষ্যে উৎসর্গ করা হয়। উপস্থিত আলোচনা সভায় সকলে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে কর্মকান্ড বাস্তবায়ন করার আশা ব্যক্ত করা হয়।
Please follow and like us: