সিডিও ইয়ুথ টিমের আয়োজনে জাতীয় শোক দিবস পালন
আশিকুজ্জামান লিমনঃ
১৫ আগস্ট মহান জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শ্যামনগর উপজেলার শ্রেষ্ঠ যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের আয়োজনে উদযাপিত হয়েছে।
রবিবার (১৫ আগস্ট) বেলা ১১ টায় সংগঠন এর কলবাড়ীস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিতব্য আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সিডিও ইয়ুথ টিমের সহ-সভাপতি মো. ফজলুল হক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভবতোষ কুমার মন্ডল।
সিডিও ইয়ুথ টিম, শ্যামনগর উপজেলা ইউনিটের সভাপতি ও শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি স.ম. ওসমান গনী সোহাগ এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি,এম আব্দুর রউফ, ইউ,পি সদস্য ৪ নং ওয়ার্ড, এম,এম,কামরুজ্জামান ইউ,পি সদস্য, ৭ নং ওয়ার্ড, মো: মহসীন বিল্লাহ, সহকারী শিক্ষক, চাঁদনীমুখা এম,এম মাধ্যমিক বিদ্যালয়, আব্দুল করিম তুফান, সভাপতি, সিডিও ইয়ুথ টিম বুড়িগোয়ালিনী ইউনিয়ন, সাবেক সভাপতি প্রসেনজিত কুমার মন্ডল, সহ-সভাপতি মো:মনির হোসেন, সাধারণ সম্পাদক গোপাল গাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক ভিক্টর মিস্ত্রী জনি, সাংগঠনিক সম্পাদক জি,এম, শামসুল হুদা শামীম, মো: শাহা-আলম ইসলাম বাবু, তম্ময় জোয়ারদার প্রমুখ।
এর আগে অনুষ্ঠান শুরুর প্রারম্ভে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিডিও ইয়ুথ টিম, বুড়িগোয়ালিনী ইউনিটের সাংগঠনিক সম্পাদক সামছুল হুদা শামীম, গীতা পাঠ করেন সিডিও ইয়ুথ টিম, বুড়িগোয়ালিনী ইউনিটের সাধারণ সম্পাদক গোপাল গাইন।
আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন কলবাড়ী বাজার জামে মসজিদের খতিব ও শ্রীফলকাঠি কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতীমখানার সহকারি শিক্ষক মাওলানা জুনায়েদ হোসাইন।
দোয়া মোনাজাত শেষে বৃক্ষরোপণ কর্মসূচি ও জোহর বাদ দুস্থ ও অসহায়দের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
Please follow and like us: