ঝিকরগাছা শংকরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের৪৬তম সাহাদাত বার্ষিকী ও শোক দিবস পালিত।    

আঃজলিল,শার্শা :
‘যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান
ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।
দিকে দিকে আজ অশ্রুগঙ্গা রক্তগঙ্গা বহমান
তবু নাহি ভয়, হবে হবে জয়, জয় মুজিবুর রহমান।’
যশোরের ঝিকরগাছা উপজেলার ১০নং শংকরপুর ইউনিয়নের ফেরিঘাট বঙ্গবন্ধু সৃতি সংসদ পাঠাগারে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৫ই আগষ্টের ৪৬তম শাহাদাত বার্ষিকী ওজাতিয় শোক দিবস পালিত।
ইং১৫/৮/২১তাংরবিবার সকাল ৯ঘটিকার সময় ১০নং শংকরপুর ইউনিয়নের ফেরিঘাট বঙ্গবন্ধু সৃতি সংসদ পাঠাগার কার্যলয়ে শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের অন্যাতম নেতা
বঙ্গবন্ধু সৃতি সংসদ পাঠাগারের সভাপতি মুনছুর আলীর সভাপতিত্তে পবিত্র কোরআন তেলোয়াত দুয়া মিলাদ মাহফিল ও আলোচনার  মধ্যে দিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম সাহাদাত বার্ষিকী ও জাতিয় শোক দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাঃ সম্পাঃবাবু গোবিন্দ কুমার চ্যাটার্জি ইউনিয়ন আওয়ামী লীগের      সাংগঠনিক সম্পাদক বঙ্গবন্ধু সৃতি সংসদ পাঠাগারে সাঃ সম্পা মোঃ আঃ রহিম পশারি,সিঃআওয়ামি লিগ নেতা আনোয়ার হোসেন,সিঃআওয়ামী লীগ নেতা নেতা মশিয়ার রহমান,ইউঃআওয়ামীলিগের যুগ্ন সাঃ সম্পাঃঅধ্যাপক কামরুল ইসলাম,আওয়ামিলিগ নেতা নাজমুস সাদাত ১নংওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হবিবার রহমান,ওয়ার্ডের সাঃ সম্পাঃখলিলুর রহমান,২নং ওয়ার্ডের মেম্বার ওজিয়ার রহমান,থানা যুবদলের অন্যাতম নেতা আমিরুল ইসলাম সাগর,যুবলীগের যুগ্ন আহবায়ক জাহিদ হাসান পলাশ,যুবলিগ
২নংওয়ার্ড সাঃসম্পাঃসোলায়মান কবীর,
,রোমন,শাহিন,ওসি,মুনছুর,আব্দুল্লাহ,আলী,সহ আওয়ামীলীগ,যুবলিগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দরা আলোচনায় বলেন আজ ১৫ আগস্ট,জাতীয় শোক দিবস; বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম ও বর্বরোচিত রাজনৈতিক হত্যাকাণ্ডের দিন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী।১৯৭৫সালের এই দিনে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য কর্তৃক ধানমন্ডি ৩২ নম্বরে বাসভবনে বঙ্গবন্ধু সপরিবারে খুন হন,যার মধ্য দিয়ে বাঙালির ইতিহাসে সংযোজিত হয় এক কালিমালিপ্ত অধ্যায়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতা ও মুক্তির প্রতীক। তিনি বাংলার মাটি ও মানুষের পরম আত্মীয়, ইতিহাসের বিস্ময়কর নেতৃত্বের কালজয়ী স্রষ্টা, বাংলার ইতিহাসের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। বাঙালি জাতির পিতা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। উন্নত সমৃদ্ধ ‘সোনার বাংলা’র স্বপ্নদ্রষ্টা।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)