জাতীয় শোক দিবসে সাতক্ষীরা ল কলেজের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
শহর প্রতিনিধি:
স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সাতক্ষীরা ল কলেজের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট সন্ধ্যা ৭টায় কলেজের এম এ গফফার মিলনায়তনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এড এস এম হায়দার। বক্তব্য রাখেন কলেজের সিনিয়র প্রভাষক এড শেখ সিরাজুল ইসলাম, এড নাজমুন্নাহার ঝুমুর, এড শরীফ আজমির হোসেন রোকন, ল স্টুডেন্টস ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক কাজী সাহাব উদ্দিন সাজু, সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বর্তমান সভাপতি এস এম বিপ্লব হোসেন। কলেজের সিনিয়র প্রভাষক এড মনিরুদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
Please follow and like us: