কলারোয়া বেত্রবতী হাইস্কুলসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
কামরুল হাসানঃ
কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে নানা আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
অনুষ্ঠানমালার মধ্যে ছিলো-রবিবার দিবসের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন, সকাল সাড়ে ৮টায় স্কুল হলরুমে স্বাস্থ্যবিধি মেনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, এরপর কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি রাধাপদ ঘোষ, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, নবগঠিত কমিটির সদস্য গণপতি বাবু, সহকারী শিক্ষক, আবুবকর ছিদ্দিক, মশিউর রহমান, নাছরিন সুলতানা, আনারুল ইসলাম, তজিবুর রহমান, দেবাশীষ সরদার, জাকিয়া পারভীন, রীনা রাণী পাল, শিক্ষার্থী মাহি আল হাসান মাহি, অর্ণবী পাল রিয়া, আব্দুর রহমান সাগর, অথৈ পাল রিংকু, পার্থ পাল, অফিস স্টাফ আমিরুল ইসলাম, ফারুক হোসেন, এরশাদ আলী প্রমুখ। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে শহিদসহ সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান।
এদিকে, উপজেলার গার্লস পাইলট হাইস্কুল, মডেল হাইস্কুল, মুরারীকাটি ইউনাইটেড হাইস্কুল, বিএসএইচ সিংগা হাইস্কুল, সোনাবাড়িয়া হাইস্কুল, ভাদিয়ালি হাইস্কুল, বামনখালি হাইস্কুল, সরসকাটি হাইস্কুল, ধানদিয়া হাইস্কুল, কাজীরহাট হাইস্কুল, খোরদো হাইস্কুল, দেয়াড়া হাইস্কুলসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ জানান।