এক সপ্তাহের মধ্যেই আফগানিস্তান দখলের পরিকল্পনা তালেবানের
আন্তর্জাতিক ডেস্ক:
আগামী এক সপ্তাহ বা তারও কম সময়ের মধ্যে রাজধানী কাবুলসহ পুরো আফগানিস্তান দখল করে নেয়ার পরিকল্পনা করছে দেশটির সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠি তালেবান।
গোষ্ঠিটির একজন মুখপাত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’কে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন। এসময় তিনি জানান, তালেবানরা সহিংসতায় আগ্রহী নয়।
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে সহায়তা কার্যক্রম চালিয়ে যেতে বিশ্ব সংস্থাগুলোর প্রতিও আহ্বান জানিয়েছেন তালেবানের মুখপাত্র। তিনি আশ্বস্ত করে বলেন যে, তারা কোনও বিদেশি মিশন বা গ্রুপে হামলা চালাবে না। তিনি বলেন, আফগানিস্তানের সবচেয়ে বড় মানবিক সংকট মোকাবিলায় আমরা বিশ্ব সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা কোনও বিদেশি মিশন বা এনজিওতে হামলা চালাবো না।
এদিকে তালেবানদের অগ্রাভিযানে পতন ঘটছে আফগানিস্তানের একের পর এক শহর। এরই মধ্যে দেশটির ১৮টি প্রাদেশিক রাজধানী দখল করেছে তালেবানরা। এমতাবস্থায় খুব শিগগিরই কাবুলের পতন হতে পারে এই আশঙ্কায় দেশটিতে দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে ইউরোপের একাধিক দেশ। দূতাবাস খালি করছে করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও। খবর রয়টার্সের।
এরই মধ্যে নিজেদের দূতাবাস নিয়ে সিদ্ধান্ত জানিয়েছে ডেনমার্ক, জার্মানি, নরওয়ে, ফিনল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশ। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জেপ্পে কফোড বলেছেন, কাবুলে তাদে দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নেয়া হচ্ছে। আর নিজেদের দূতাবাসের কার্যক্রম খুবই সীমিত করে ফেলার কথা জানিয়েছে জার্মানি।