দেবহাটায় নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধে সভা
Post Views:
৩৯৭
নিজস্ব প্রতিনিধি:
দেবহাটার বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ে নারী নির্যাতন, যৌতুক, যৌন হয়রানী, মানবপাচার, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় বিদ্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) সুজিত বিশ্বাস, রওনাকুল ইসলাম রিপন, বিকাশ সরকার, প্রেম কুমার, আমিরুল ইসলাম, ফতেমা খাতুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) সুজিত বিশ্বাস, রওনাকুল ইসলাম রিপন, বিকাশ সরকার, প্রেম কুমার, আমিরুল ইসলাম, ফতেমা খাতুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান।