ফ্রি ব্লাড ক্যাম্পিং কর্মসূচির উদ্ধোধন করেন সৈয়দ আমিনুর রহমান বাবু
স্টাফ রিপোর্টার:
ফ্রি ব্লাড ক্যাম্পিং ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) দক্ষিণ আলিপুর প্রিয়নার্থ ফুটবল মাঠে ‘সামাজিক ও রক্তদান সেবায় আমরা’ এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের নব-নির্বাচিত সভাপতি সৈয়দ রাশিদুজ্জামান নাইমের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু।
এসময় আরো উপস্থিত ছিলেন সামাজিক ও রক্তদান সেবায় আমরা এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রিপন হোসন,সহ-সভাপতি শুভ ঘোষ, নিশাত নিশি, শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জিকু, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মহিবুল্লাহ, সোহার মীর, সাংগঠনিক সম্পাদক শুভংকার দে, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক আবু সাহেদ নয়ন, প্রচার সম্পাদিকা খাদিজা খাতুন, আইন বিষয়ক সম্পাদক বায়োজিদ গাজী দপ্তর সম্পাদক তাপস ঘোষ, মহিলা বিষয়ক সম্পাদিকা ইভা মনি সাহিত্য সম্পাদক মাসুদ রানা, সমাজসেবা সম্পাদক তৈয়েবুর রহমান অপু, তথ্য ও গবেষনা সম্পাদক শুভ ঘোষ, যোগাযোগ বিষয়ক সম্পাদক শাহিন আহম্মেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা রুবিনা পারভিন, মানবাধিকার বিষয়ক সম্পাদক ওলিউল্লাহ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোজাফ্ফার প্রমুখ। সকাল ৯ থেকে ফ্রি ব্লাড ক্যাম্পিং শুরু করে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এ কর্মসূচিতে ১৫শ মানুষের ব্লাড গ্রুপ নির্ণয়সহ রক্তদানে উদবুদ্ধ করা হয়।