দেবহাটায় ইলা হক’র মৃত্যু বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি’র সহধর্মিনী মরহুমা ইলা হক এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দেবহাটায় দোয়া অনুষ্ঠিত ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেন সাহেব আলীর উদ্যোগে বৃহষ্পতিবার বিকেলে আসরের নামাজ শেষে গাজীরহাট বাজার জামে মসজিদে মরহুমার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠান শেষে তাবারক বিতরন ও পরবর্তীতে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় থেকে এলাকার দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে প্যাকেটজাত রান্না করা উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
দোয়া অনুষ্ঠান ও খাবার বিতরণকালে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন সাহেব আলী ছাড়াও ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান মামুন, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউপি সদস্য আবুল কাশেম, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ ছবিলর রহমান, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আসাদুর রহমান রব, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন গাজী, ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক আশরাফুল মোড়ল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন গাজীরহাট বাজার মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুস সবুর।
উল্লেখ্য, গত বছরের ১২ আগষ্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আ.ফ.ম রুহুল হক এমপির সহধর্মিনী মিসেস ইলা হক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।