ডুমুরিয়ায় জনতার হাতে ২ চোর আটক
আব্দুর রশিদ বাচ্চু:
ডুমুরিয়া আঠারোমাইল বাজারে গভীর রাতে এক ভুষিমালের দোকানে চুরি করার সময় স্হানীয় জনতার হাতে ২ জন চোর আটক হয়েছে।
বুধবার দিবাগত রাতে আঠারমাইল বাজারের সাতক্ষীরা রোডে মোঃ মুক্তার সরদারের ভুষি মালের দোকানে তালা ভেঙ্গে চুরির সময় স্হানীয় জনতা তাদের আটক করে।
তাদের বাড়ি খুলনা ফুলতলা থানার লেবু তলা গ্রামের মৃত মিজান শেখের ছেলে, আনারুল ইসলাম ( ২০), অপর জন খুলনা ফুলতলা গ্রামের জাকির হোসেনের ছেলে সাইফুল ইসলাম ( ১৬)কে আটক করে স্হানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় মাগুরাঘোনা বিট পুলিশের এস আই হাবিবুল্লাহ, এ এস আই সোহেল রানা, এ এস আই মাসুদ রানাসহ সঙ্গীহ ফোর্সদের উপস্থিতে রাত ২ টার দিকে ডুমুরিয়া থানায় পাঠানো হয়েছে।
Please follow and like us: