গান গেয়ে পরীমণির পাশে দাঁড়ালেন নকুল কুমার
বিনোদন ডেস্ক:
গান গেয়ে পরীমণির পাশে দাঁড়িয়েছেন ইত্যাদির মাধ্যমে পরিচিত পাওয়া জনপ্রিয় গায়ক নকুল কুমার। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গানটি প্রকাশ করেন নকুল কুমার। পরীমণিকে নিয়ে গাওয়া গানটি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশের পর ভাইরাল হয়ে যায়।
‘গুরুতর বিপদে, সাপদের আপদে নায়িকা যখন ভয়ে মরে/ভালোবাসা দুর্বার, ভেঙেচুরে চুরমার নায়ক এসে মুক্ত করে/আজ পরীমণি সংকটে, রিমান্ডে আছে বটে, নায়ক কেনো ছুটে এলো না, কোনো নায়ক কেনো ছুটে এলো না/দেখবো না, দেখবো না, দেখবো না, সিনেমা দেখবো না।’ এমন কথার গানটির কমেন্ট বক্সে প্রশংসিত হয়েছে। পাশাপাশি নকুল কুমারকে ধন্যবাদ দিচ্ছেন অনেকেই।
এদিকে র্যাবের হাতে আটক হওয়ার পর পরীশণির পাশে দাঁড়াতে দেখা যায়নি সিনেমার সংশ্লিষ্টদের। এ অঙ্গনের কারো কাছ থেকেই সমর্থন পাননি পরীমণি। উল্টো তার সদস্যপদ স্থগিত করে দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এ অবস্থায় পরীমণির পাশে দাঁড়িয়ে তাকে নিয়ে গান প্রকাশ করলেন সংগীতশিল্পী নকুল কুমার।