কাদাকাটি ইউনিয়ন আওয়ামীলীগের শোক দিবস পালনে প্রস্তুতি সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ আগষ্ট) সকালে কাদাকাটি ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার দিপের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউনুছ আলী সানার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ১নং ওয়ার্ড আ’লীগ সভাপতি নজরুল ইসলাম, ৭নং ওয়ার্ড সভাপতি গোলাম মোস্তফা, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আঃ কুদ্দুছ, বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলি মালী, ইউপি সদস্য রমজান আলি, গোলাম মোস্তফা, আবু সাইদ মোড়ল, শহিদুল ইসলাম, কাকলি রানী সরকার, রইচ উদ্দিন, বেল্লাল হোসেন, মেম্বার ম ুরুল ইসলাম, আজিজুল হক প্রমুখ। সভায় আগামী ১৫ আগষ্ট শোক দিবস পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।