কাদাকাটিতে আবারও দুঃসাহসিক গরু চুরি
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে আবারো দুঃসাহসিক গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে কাদাকাটি গ্রামের অজয় গাইনের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
কাদাকাটি গ্রামের সতীশ চন্দ্র গাইনের অজয় গাইন প্রতিদিনের ন্যায় বুধবার সন্ধ্যায় তার গোয়ালঘরে ৫টি গরু ঢুকিয়ে তালাবন্ধ করে রাখে। বৃহস্পতিবার (১২ আগষ্ট) ভোরে তার স্ত্রী জেগে গোয়ালে গিয়ে দেখেন ২টি গরু নেই। অনেক খোজাখুজি করেও গরুর কোন সন্ধান মেলেনি। চুরি যাওয়া গরু দু’টির আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা। গোয়ালে থাকা অন্য ৩টি গরু মন মরা ও কোন কিছু খাচ্ছেনা। ধারনা করা হচ্ছে চোরেরা বিশেষ বিষাক্ত দ্রব্য খাইয়ে গরু চুরি করেছে। বিষের প্রভাবে এ ৩টি গরুর এমন অবস্থা হয়েছে।
গত বছর একই সময় এলাকার যুধিষ্টি, মনিন্দ্র ও ফনিন্দ্রসহ কয়েক জনের গরু চুরির ঘটনা ঘটেছিল। তখন পিক আপে এসে চোরেরা গরু নিয়ে যেত বলে জানা গিয়েছিল। কিন্তু কোন গরু উদ্ধার বা চোর আটক সম্ভব হয়নি।