আশাশুনিতে আরও ৩ জনের করোনা শনাক্ত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
করোনা ভাইরাসের ২য় ঢেউয়ে আশাশুনিতে এ পর্যন্ত ২১৯ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। বৃহস্পতিবার (১২ আগষ্ট) নতুন করে আরও ৩ জনের পজেটিভ রিপোর্ট এসেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, ১২ আগষ্ট উপজেলায় নতুন করে ৩ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। তারা হলেন, আশাশুনি সদরের আবু আইবিবা মামুন (৬৫) এবং প্রতাপনগর ইউনিয়নের লস্করী খাজরার ফারুক হোসেন (২৪) ও প্রদাপনগর গ্রামের সোহরাব হোসেন (৫৯)। এনিয়ে আশাশুনি উপজেলায় ২৬০ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। যার মধ্যে ৪১ জন গত বছরের এবং ২১৯ জন চলতি ২য় ঢেউয়ে সংক্রমিত হয়েছে।
আশাশুনি উপজেলায় সর্বমোট ২৬০ জন সংক্রমিতদের মধ্যে সবচেয়ে বেশী সংক্রমিত হয়েছে আশাশুনি সদর ইউনিয়ন এবং পরবর্তীতে আছে শোভনালী ইউনিয়ন। ইউনিয়ন ওয়ারী করোনা আক্রান্তের হিসেব নি¤েœ দেওয়া হলো ঃ আশাশুনি সদরে ৭৪ জন, শোভনালী ইউনিয়নে ৪৭ জন, বুধহাটা ইউনিয়নে ৩৫ জন, কুল্যা ইউনিয়নে ১২ জন, দরগাহপুর ইউনিয়নে ৪ জন, বড়দল ইউনিয়নে ৮ জন, শ্রীউলা ইউনিয়নে ১২ জন, খাজরা ইউনিয়নে ৬ জন, আনুলিয়া ইউনিয়নে ৫ জন, প্রতাপনগর ইউনিয়নে ১১ জন ও কাদাকাটি ইউনিয়নে ৬ জন।