সোনার বার আত্মসাৎ, ডিবির ওসিসহ ছয় পুলিশ আটক
নিউজ ডেস্ক:
ফেনীতে ২০টি সোনার বার আত্মসাতের অভিযোগে জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল ইসলামসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে ১৫টি সোনার বার উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার তাদের আটক করে জেলা পুলিশ। তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় ডাকাতি মামলা করেছেন চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাস। আটক অন্যরা হলেন- এসআই মোতাহের হোসেন, মিজানুর রহমান ও নুরুল হক এবং এএসআই অভিজিত বড়ুয়া ও মাসুদ রানা।
ফেনীর এসপি খোন্দকার নুরুন্নবী জানান, রোববার বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি। ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে তার গাড়ি থামান ডিবি পুলিশের ওই সদস্যরা। এরপর তার কাছে থাকা ২০টি সোনার বার নিয়ে যান তারা। এ ঘটনায় গোপাল লিখিত অভিযোগ দেন। পরে চারজনকে শনাক্ত করে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যমতে আরো দুজনকে আটক করা হয়।
আটকদের কাছ থেকে ১৫টি সোনার বার উদ্ধার করা হয়েছে। বাকি পাঁচটিও উদ্ধারের চেষ্টা চলছে। তবে বারগুলো বৈধ না অবৈধ তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান এসপি খোন্দকার নুরুন্নবী।