সাতক্ষীরায় কর্মরত ৩৫জন সাংবাদিককে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান প্রদান
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় কর্মরত ৩৫জন সাংবাদিককে করোনাকালীন সাংবাদিকদের জন ̈ মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা হিসাবে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১২টায় সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবীর করোনাকালীন পরিস্থিতিতে সাংবাদিকদের বিশেষ আর্থিক সহায়তা দ্বিতীয় পর্যায়ের এই চেক বিতরণ করেন। এসময় অন্যদেও মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহার হোসেন, নূরুল আমীন প্রমূখ।
সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যদের মধ্যে করোনাকালীন ক্ষতিগ্রস্ত ৭০ জন সদস্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের পেতে আবেদন করেন। এর মধ্যে ৩৫জন সদস্যকে বুধবার ১০ হাজার টাকা করে এই চেক প্রদান করা হয়েছে। বাকীদেরও অনুদানের চেক আগামী মাসে প্রদান করা হবে বলে জানান জেলা প্রশাসক।