পুত্রবধূর শ্লীলতাহানি করল শ্বশুর-১৩ ঘণ্টার মধ্যে গ্রেফতারসহ চার্জশিট
মানিকগঞ্জের ঘিওর থানা পুলিশ মাত্র সাড়ে ১৩ ঘণ্টার মধ্যে যৌন নির্যাতন মামলার আসামিকে গ্রেফতারসহ আদালতে অভিযোগপত্র ( চার্জশিট) দিয়েছে। মঙ্গলবার রাত ৪টার সময় ঘিওর উপজেলার এক গৃহবধূ তার শ্বশুরের বিরুদ্ধে থানায় মামলাটি করেন। আর অভিযোগপত্র দাখিল হয় বিকেল ৫টায়।
ঘিওর থানার ওসি রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব জানান, ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের বীর সিংজুরী গ্রামের এক গৃহবধূ মঙ্গলবার রাত ৪টার দিকে ঘিওর থানায় তার শ্বশুর মো. সায়েদুর রহমানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে মামলা করেন। পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের নেতৃত্বে মামলাটি দ্রুত তদন্ত করে অভিযোগের সত্যতা পান তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আল মামুন। তাৎক্ষণিক অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। এর পর তদন্তকারী কর্মকর্তা মামলার বাদী ও স্বাক্ষীদের জবানবন্দি গ্রহণ করেন। মাত্র সাড়ে ১৩ ঘণ্টার মধ্যে বুধবার বিকেল ৫টার মধ্যে ওই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন।
গৃহবধূ মামলায় উল্লেখ করেছেন তার স্বামী দিনমজুরের কাজে অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকেন। এক সন্তান নিয়ে তিনি স্বামীর বাড়িতে থাকেন। তার শ্বশুর সায়েদুর রহমান দীর্ঘ দিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছে। বিষয়টি তার স্বামীকে জানালে শ্বশুরকে স্থানীয় লোকজন দিয়ে সর্তক করা হয়। কিন্তু গত ২৫ জুলাই রাতে গৃহবধূ তার সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে থাকার সময় শ্বশুর তাকে শ্লীলতাহানি করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তার শ্বশুর দ্রুত পালিয়ে যায়। পরে স্বামীর সঙ্গে আলোচনা করে মঙ্গলবার রাতে তিনি মামলা করেন।