নতুন অধ্যায় শুরু করতে আমি রোমাঞ্চিত: মেসি
স্পোর্টস ডেস্ক :
নতুন ঠিকানা ফ্রেঞ্চ লিগ ওয়ানের ক্লাব প্রাইস সেইন্ট জার্মেইনে(পিএসজি) যোগ দিয়েছেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। ক্লাবের সঙ্গে তার চুক্তি স্বাক্ষর করেই জানালেন, নতুন অধ্যায় শুরু করতে তিনি উদগ্রীব ও রোমাঞ্চিত।
আগামী ২০২৩ সাল পর্যন্ত প্যারিসভিত্তিক ক্লাবটির হয়ে খেলবেন তিনি। তবে চুক্তিতে এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। চুক্তি সম্পন্ন হওয়ার পর একটি ভিডিও পোস্ট করে মেসিকে স্বাগত জানায় তার ক্লাব পিএসজি।
চুক্তিতে কর বাদে মেসির বেতন ধরা হয়েছে বার্ষিক ৩৫ মিলিয়ন ইউরো বা ৩৫০ কোটি টাকা। পিএসজির সঙ্গে মেসির আনুষ্ঠানিক চুক্তিটি হয়েছে স্থানীয় সময় রাত ১০টায়।
পিএসজিতে যোগ দিয়ে নিজের রোমাঞ্চের কথা জানিয়ে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা বলেন, প্যারিস সেইন্ট জার্মেইয়ে আমার ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে আমি রোমাঞ্চিত। এই ক্লাবের সবকিছুই আমার উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে মেলে।
তিনি আরো বলেছেন, ক্লাবটির স্কোয়াড ও কোচিং স্টাফ কতটা শক্তিশালী, আমি জানি। এই ক্লাব ও এর সমর্থকদের জন্য বিশেষ কিছু করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ। পার্ক দি প্রিন্সের (পিএসজির স্টেডিয়াম) মাঠে নামতে আমি মুখিয়ে রয়েছি।
তবে এতো আয়োজনের পরও আর্জেন্টাইন তারকা ঠিক কবে নাগাদ পিএসজির জার্সিতে খেলতে দেখা যেতে পারে? সেজন্যে মেসিভক্তদের অপেক্ষা করতে হতে পারে আরো কিছুদিন।
কোপা আমেরিকা জেতার পর থেকে শেষ দুই মাস ছিলেন অখণ্ড অবসরে। জিম করেছেন বটে, কিন্তু অনুশীলনটা করেননি মেসি। সব মিলিয়ে ম্যাচের জন্য প্রস্তুত হতে অন্তত কিছুদিন সময় তো লাগবেই।