কেশবপুরে সমাধানের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ
এস আর সাঈদ, কেশবপুর:
যশোরের কেশবপুরে সমাধান সংস্থার উদ্যোগে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ১১ আগস্ট বিকালে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
সমাধান সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে ও সিনিয়র ম্যানেজার মুনছার আলীর স ালনায় সংস্থার কেশবপুরস্থ প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম, সমাধানের উপ-পরিচালক শাহীনুর রহমান, সহকারী পরিচালক সফিউল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জাকির হোসেন সবুজ প্রমুখ। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন কেশবপুর সরকারী ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী মনিরা সুলতানা মুক্তা। এ কর্মসূচীর আওতায় ৩১ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রতিজনকে ১২ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। নির্বাচিত শিক্ষার্থীরা প্রতিজন বছরে ২ দফায় মোট ২৪ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি গ্রহণ করবে।