প্রাক্তন ছাত্রীর মোবাইলে কুরুচিপূর্ণ মেসেজ, বিরক্ত হয়ে শিক্ষকের বিরুদ্ধে জিডি
অনলাইন ডেক্স:
মাদারীপুরে ডাসারে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে প্রাক্তন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বড় ভাই ডাসার থানায় জিডি করেছেন।
জানা গেছে, ডাসারের শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক শ্রীবাস হীরা দীর্ঘদিন ধরে একই কলেজের এক প্রাক্তন ছাত্রীকে ফেসবুকের মেসেঞ্জারে যৌন হয়রানিমূলক ও কুরুচিপূর্ণ বার্তা পাঠাতেন। ওই ছাত্রী তাকে একাধিকবার নিষেধ করে। এরপরও তিনি যৌন হয়রানিমূলক বার্তা পাঠানো অব্যাহত রাখেন। এতে বিরক্ত হয়ে বিষয়টি পরিবারকে জানান ভুক্তভোগী ছাত্রী। পরে তার ভাই ডাসার থানায় জিডি করেন।
যৌন হয়রানির শিকার ছাত্রীর ভাই বলেন, ওই শিক্ষক আমার বোনকে দীর্ঘদিন ধরে ফেসবুকের মেসেঞ্জারে আজেবাজে মেসেজ পাঠান। আমার বোন নিষেধ করলেও তিনি উল্টো তাকে কল দিয়ে বিরক্ত করতে থাকেন। বিষয়টি কলেজের অধ্যক্ষকে জানালে তিনিও কোনো ব্যবস্থা নেননি। পরে বাধ্য হয়ে আমি ডাসার থানায় জিডি করি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কলেজের একাধিক শিক্ষার্থী বলেন, শ্রীবাস হীরা আমাদেরও আজেবাজে মেসেজ পাঠাতেন। আমরা প্রতিবাদ করলে তিনি আমাদের উল্টো হুমকি দিতেন। ভয়ে আমরা কিছু বলতে পারিনি।
অভিযুক্ত শিক্ষক শ্রীবাস হীরাকে একাদিকবার কল দিলে তিনি কল কেটে মোবাইল বন্ধ করে রাখেন।
জানতে চাইলে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ বলেন, আমাদের কাছে অভিযোগ এলে আমরা অবশ্যই খতিয়ে দেখব।
ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান হাসান বলেন, প্রাক্তন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ওই শিক্ষকের বিরুদ্ধে জিডি হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেব।
সূত্র-ডেইলি বাংলাদেশ।