সাতক্ষীরায় সিলভার জুবিলী ও জি,এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবন উদ্বোধন করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি
মাহফিজুল ইসলাম আককাজঃ
সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জি, এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট নব- নির্মিত দুই তলা বিদ্যালয় ভবন উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গণির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা
কেটে ও ফলক উন্মোচন করে নব-নির্মিত সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জি, এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন গণমানুষের প্রিয় নেতা সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অশ্রুঝরা শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধু, বঙ্গমাতা, বঙ্গবন্ধুর পরিবার, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন দেওয়া
শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা করে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি
বলেন,“বাংলাদেশ আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। সদর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার
নতুন প্রচুর বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। শিক্ষা জীবনে প্রাথমিক স্তরের শিক্ষার মূল্য অনেক বেশি।
আমি সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়া-শুনা করেছি। সাতক্ষীরার ঐতিহ্যবাহী দুটি
শিক্ষা প্রতিষ্ঠানের নব-নির্মিত ভবন উদ্বোধন করতে পেরে খুবই ভাল লাগছে।”
চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম পর্যায়)’র আওতায়
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র বাস্তবায়নে ১ কোটি ২০লক্ষ ৭১ হাজার ১২৫ টাকা ব্যয়ে
সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়
অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম পর্যায়)’র আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র
বাস্তবায়নে ১ কোটি ১ লক্ষ ৬০ হাজার ৯শ’৭৮ টাকা ব্যয়ে জি, এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-
নির্মিত বিদ্যালয় ভবন উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল
আমিন, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সদর উপজেলা প্রকৌশলী মো.
সফিউল আজম, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাবেক সহ- দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু,
সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আইনুল ইসলাম নান্টা, সিলভার জুবিলী সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী, জি, এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান
শিক্ষক দিলরুবা আফরোজ, নির্মাণ কাজের ঠিকাদার আবুল বাশার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা
করেন সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী ও জি, এন সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা আফরোজ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এস.এম
শামসুর রহমান। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।