কাঁদলেন মেসি, কাঁদালেন সবাইকে:নতুন ঠিকানা প্রায় চূড়ান্ত
স্পোর্টস ডেস্ক:
স্প্যানিশ ক্লাব বার্সেলোনা গত বৃহস্পতিবার জানায়, দলের সবচেয়ে বড় তারকা মেসি আর তাদের হয়ে খেলবেন না। এরপর রোববার সংবাদ সম্মেলনে এসে বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। বিদায়ী বক্তব্যের আগে এক মিনিটের বেশি সময় ধরে কাঁদতে থাকেন মেসি। তার চোখের পানি দেখে নীরবে কেঁদেছেন দীর্ঘদিনের সতীর্থরাও।
বাংলাদেশ সময় বিকেল ৪টার কিছু পর সংবাদ সম্মেলনে কথা বলা শুরু করেন মেসি। তিনি যখন ন্যু ক্যাম্পের সংবাদ সম্মেলনে হাজির হন, তুমুল করতালিতে মুখর হয়ে উঠে পুরো কক্ষ। মঞ্চে উঠার সময় কান্নায় ভেঙে পড়েন মেসি। কাঁদতে কাঁদতে টিস্যু দিয়ে বারাবার চোখ মুছতে দেখা যায় তাকে।
বেশ কিছুক্ষণ কাঁদার পর নিজেকে সামলে নিয়ে কথা বলা শুরু করেন মেসি। বিদায়ী বক্তব্যের শুরুতেই তিনি বলেন, সত্যি বলতে আমি জানি না কি বলবো। গত কিছুদিন ধরে আমি ভেবেছি কি বলবো, কিন্তু সত্যটা হচ্ছে, আমি কিছুই ভাবতে পারছিলাম না।
তিনি আরো বলেন, এত বছর, প্রায় পুরো জীবনটাই এখানে থাকার পর এটা আমার জন্য কঠিন, আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না। ২১ বছর পর আমি আমার ৩ কাতালান-আর্জেন্টাইন সন্তানসহ এখান থেকে চলে যাচ্ছি। এই শহরে আমরা থেকেছি, এটাই আমাদের ঘর।
সংবাদ সম্মেলনে মেসিকে প্রশ্ন করা হয়, আপনি কি ভবিষ্যতে কখনো সুযোগ পেলে আবারো ক্লাবে ফিরতে চান? জবাবে তিনি বলেন, আমার উত্তর হ্যাঁ। এখানকার মানুষদের ভালোবাসা ও সমর্থনের জন্য হলেও আমি ফিরতে চাই। সবকিছুর জন্য আমি গর্বিত, আমার সতীর্থদের জন্য এবং যারা আমার পাশে ছিলেন তাদের জন্য।
মেসি যোগ করেন, আমি এই ক্লাবের জন্য সেই শুরু থেকে শেষ দিন পর্যন্ত সামর্থ্যের সবটুকু দিয়েছি। আমি বিদায়ের কথা কখনো ভাবতেই পারিনি। আমি এখনো এই ক্লাব ছাড়া ও জীবন বদলে যাওয়ার বাস্তবতা বুঝতে পারছি না। তবে এটা মেনে নিতেই হবে এবং সামনে এগিয়ে যেতে হবে।
নতুন দলের ব্যাপারে মেসি বলেন, অনেক কিছুরই সম্ভাবনা আছে। কিন্তু এই মুহূর্তে কারো সঙ্গে কোনো কিছুই নিশ্চিত নয়। ক্লাব থেকে যখন আনুষ্ঠানিকভাবে জানানো হলো, আমি অনেক ফোন কল পেয়েছি। অনেক ক্লাবই আগ্রহ দেখিয়েছে। কিন্তু আমি এখনো কারো সঙ্গে নেই।
বেশ কিছুদিন ধরেই গুজব চলছে, পিএসজিতে নাম লেখাতে পারেন মেসি। এ নিয়ে তিনি বলেন, দেখুন, পিএসজি একটা সম্ভাবনা। তবে সত্যি বলতে আজ পর্যন্ত কারো সঙ্গেই কিছু চূড়ান্ত হয়নি।