তালার খলিষখালীতে গণটিকা কর্মসূচিঃভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়
নিজস্ব প্রতিনিধিঃ
তালার খলিষখালীতে গণটিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৭আগষ্ট) সকাল ৯টায় খলিষখালী শৈব বালিকা বিদ্যালয়ে এই টিকাদান কর্মসুচির উদ্ভোধন করা হয়।
খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমানের সভাপত্বিতে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ- উল -হাসান। বিশেষ অতিথি ছিলেন, তালা সহকারী ভুমি কমিশনার তারেক সুলতান, তালা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার । অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খলিষখালী ক্যাস্প ইনচার্জ নুর হোসেন খান, ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক শহিদুল মোল্যা , ইউপি সদস্য গনেশ বর্মন, পংকজ রায়, উত্তম দে, ওসমান শেখ, জালাল মোড়ল, সবুর সরদার, সচিব শহিদুল ইসলাম, সহ সংক্লিষ্ট কর্তৃপক্ষ।টিকাদানে মুক্তিযোদ্ধা,বয়স্ক,ওবিধবা তালিকা অনুযায়ী উপস্থিত ৬০০ জনের মাঝে করোনা প্রতিশোধক ভ্যাকসিন প্রদান করা হয়। তালার ১২টি এই ইউনিয়নের টিকাদান কর্মসুচি চলমান রয়েছে বলে অতিথিরা জানান। অন্যদিকে স্বাস্থ্যবিধি না মানায় ও ট্রেড লাইসেস্ন না থাকায় এক ব্যাবসায়ী সহ ৩ জনের কাছ থেকে ১৫০০টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদলত। টিকাদান কার্যক্রমের উদ্ভোদন শেষে খলিষখালী বাজার প্রদক্ষিণ কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ উল হাসান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেন।এসময় তিনি সকলকে সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থবিধি মেনে চলার আহবান জানান
Please follow and like us: