সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু:শুরু গণটিকা কার্যক্রম
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় ৯৪ জনের শরীরে নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় হার ২১ দশমিক ২৭ শতাংশ।
এনিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ৫ হাজার ৯শ ৭১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৮শ ২৩ জন। বর্তমানে সাতক্ষীরা জেলায় করোনা পজেটিভ রুগীর সংখ্যা ১ হাজার ১শ ১৬ জন।এখনো পর্যন্ত জেলায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৭শ ১৭ জনের।এদের মধ্যে নমুনার রেজাল্ড পাওয়া গেছে ২৪ হাজার ৭শ ৮৩ জন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে ১৬০ জন এদের মধ্যে ২৩ জনের করোনা পজেটিভ। এদিকে বেসরকারি হাসপাতালে ৪৬ জনের মধ্যে ৪ জন পজেটিভ। আইসিসিউতে আছে ৮ জন। আর বাকিরা তাদের নিজ বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছে।
গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু ৫ জন। এনিয়ে জেলায় মোট করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৫শ ৭২জন।
গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু নেই। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু বরণ করেছে ৮৫ জন।
এদিকে,করোনার সংক্রমণ রোধে সরকারিভাবে আজ ৭ আগস্ট সকাল ৯ টা থেকে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে।তার ধারাবাহিকতায় সাতক্ষীরা সদও ওর্ কলারোয়া পৌরসভাসহ ৭৮ টি ইউনিয়নে এই টিকা কার্যক্রম চলবে। প্রতিটি ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে আগে থেকে নির্দিষ্ট করে বয়স্ক ব্যক্তি প্রতিবন্ধি ও মুক্তিযোদ্ধাদের নামের তালিকা করে রাখা হয়।তালিকা অনুযায়ী টিকা কার্যক্রম চলছে।এই কার্যক্রমে সাতক্ষীরায় ৪৮ হাজার ৬শ ডোজের টিকা এসেছে বলে জানান,সাতক্ষীরা সিভিল সার্জন ডা:মো:হুসাইন শাফায়াত।