ডুমুরিয়ায় ডিবি পুলিশের অভিযানে ২০ টি কচ্ছপ উদ্ধারসহ ২জন গ্রেফতার
আব্দুর রশিদ বাচ্চু:
খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ডুমুরিয়া থানা এলাকা থেকে ১৬ কেজি ওজনে ২০ টি কচ্ছপ উদ্ধারসহ ২জনকে গ্রেফতার করেছে। ডিবিবঅফিসার ইনচার্জ উজ্জ্বল কুমারের নেতৃত্বে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক সংগীয় অফিসার ও ফোর্সসহ ডুমুরিয়া থানা এলাকায় অভিযান করাকালে শুক্রবার ৬ আগষ্ট সকাল সাড়ে ৯ টার সময় ডুমুরিয়া বাজারে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দুইজন ব্যক্তি বন্যপ্রাণী জীবিত কচ্ছপ অবৈধভাবে ক্রয়-বিক্রয় করছে।
বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে এসআই ইন্দ্রজিৎ মল্লিক ঘটনাস্থল ডুমুরিয়া থানাধীন পূর্ব কানাইডাঙ্গা গ্রামস্থ জনৈক বাপ্পীর মৎস্য ঘেরের সামনে পাঁকা রাস্তার উপর থেকে আসামী ১। সুজন রায় (৩৫), পিতা- ফনি ভূষন রায়, সাং- আমুড়বুনিয়া, থানা-ডুমুরিয়া, ২। শংকর সরকার ওরফে বাবু (৪২), পিতা- সুকুমার সরকার, সাং-মঠবাটি, থানা-পাইকগাছা, উভয় জেলা-খুলনাদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতার পূর্বক আসামীদ্বয়ের হেফাজতে থাক ১৬ কেজি ওজনের একটি পাটের তৈরী বস্তা (ছালায়) থাকা ছোট বড় মোট ২০ টি (বিশ) টি বন্যপ্রাণী জীবিত কচ্ছপ উদ্ধার করেন।
উক্ত বন্যপ্রাণী জীবিত কচ্ছপ উদ্ধার সংক্রান্তে শুক্রবার ৬ আগষ্ট সকাল ১০.৪৫ টার সময় জব্দতালিকা মূলে জব্দ করে আসামীদ্বয়ের বিরুদ্ধে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক, জেলা ডিবি, খুলনা বাদী হয়ে ডুমুরিয়া থানার মামলা নং- ০৫, তারিখ- ০৬/০৮/২০২১ খ্রিঃ, ধারা- ১৯২৭ সালের বন আইন এর ২৬ (১ক) (চ) তৎসহ বন্যপ্রানী সংরক্ষন ও নিরাপত্তা আইন ৬(১)/৩৪ (খ) ধারায় মামলা দায়ের করেন। আসামী সুজন রায় এর নামে ০১ টি বন আইন ও বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা রয়েছে।
Please follow and like us: