ডুমুরিয়ার আলোচিত নজরুল হত্যার ৪ দিনের মাথায় আসামী ইমন গ্রেফতার :আদালতে স্বীকারোক্তি
আব্দুর রশিদ বাচ্চুঃ
খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনায় আলোচিত নজরুল হত্যা মামলার আসামী ইমন শেখ (২২) কে গ্রেফতার করেছে ডুমুরিয়া থানা পুলিশ। শনিবার (৭ জুলাই) বিজ্ঞ আতালতে ১৬৪ ধারায় শিকার উক্তি মুলক জবান বন্দী প্রদান করেছে। থানা পুলিশ জানায়, গত শুক্রবার (৬ আগষ্ট ২১) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ডুুমুরিয়া থানার এসআই শাহিনুর রহমান ও মাগুরাঘোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাবিবুল্লাহর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে যশোর জেলার মনিরামপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এবিষয়ে ডুুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, তথ্য অনুসন্ধানের মাধ্যমে আসামী ইমন কে মনিরামপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে আসামী ১৬৪ ধারায় শিকারউক্তি মুলক জবানবন্দি প্রদান করেন। জবানবন্দী শেষে আদালত আসমিকে জেল হাজতে প্রেরণ করেন। মামলায় অন্যান্য আসামিদের গ্রেফতার জন্য পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ভেঙ্গে পড়া সামান্য শিশু গাছের ডাল নিজেদের দাবি করাকে কেন্দ্র করে ৩ ভাই মিলে চাচাকে হত্যার অভিযোগ । বাঁশের লাঠির আঘাতে নজরুল ইসলাম (৫০) কে হত্যা করা হয়। এই হত্যা হামলার শিকার নজরুল ইসলামের মেয়ে মুক্তা (১৮) গুরুতর আহত হয়। আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে এই হামলা হয়। জমির সীমানা সংলগ্ন একটি শিশু গাছের ডাল বৃষ্টির কারণে ভেঙ্গে পড়লে সেই শিশু গাছের ছোট একটা ডাল নিয়ে নজরুল ইসলাম ও প্রতিবেশী আশরাফ আলী শেখের ছেলে রিপন শেখ, মামুন শেখ ও ইমন শেখের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ৩ ভাই মিলে বাঁশের লাঠি দিয়ে নজরুল ইসলামকে বেধড়ক মারতে শুরু করে। ডাক চিৎকারে পিতাকে ঠেকাতে গেলে মেয়ে মুক্তাও লাঠির আঘাতের শিকার হন। বাশের লাঠির আঘাতে নজরুল ইসলাম পাশে পুকুরে পড়ে যায়। তখন ৩ ভাইপো ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । এ রিপোর্ট লেখা পর্যন্ত দেখা যায়, নজরুল ইসলামের মৃত্যুর খবর জানার পর ঘাতক হত্যাকারীরা স্বপরিবারে এলাকা ছেড়ে পালিয়েছে এবং তাদের ঘরে তালা ঝুলতে দেখা গেছে। আহত নজরুল ইসলাম ও তার মেয়েকে এলাকাবাসী উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা খারাপ হওয়ায় সেখান থেকে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাত সাড়ে ৮ টার দিকে মারা যান নজরুল ইসলাম। গত বুধবার বিকাল ৫ টার দিকে লাশ পোষ্ট মর্টাম হয়ে মাগুরাঘোনায় নিজ বাড়িতে আনা হয় । পরে সাড়ে ৬ টায় মৃতের জানাজা নামাজ মাগুরাঘোনা পূর্ব পাড়া ঈদগা ময়দানে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।
Please follow and like us: