রোমেরোকে দলে ভিড়াতে না পেরেই বার্সা ছাড়লেন মেসি!
স্পোর্টস ডেস্কঃ
দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছাড়লেন ফুটবল বিশ্বের জাদুকর লিওনেল মেসি। এরই মধ্যে ক্লাবের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হয়েছে। লা লিগার অর্থনৈতিক কাঠামোর নিয়মনীতিই তার ক্লাব ছাড়ার মূল কারণ হিসেবে দেখানো হয়েছে।
স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা-ই প্রথম মেসির ক্লাব ছাড়ার খবরটি জানায়।
সংবাদ মাধ্যমটি আরো জানায়, মেসির ক্লাব ছাড়ার অনেক কারণের একটি ক্রিশ্চিয়ান রোমেরো। আর্জেন্টাইন সতীর্থ এই ডিফেন্ডারকে বার্সেলোনায় চেয়েছিলেন মেসি।
বার্সেলোনার স্কোয়াডের গভীরতা বাড়াতে তাকে দলে নেয়া প্রয়োজন ছিল বলে মনে করেছিলেন মেসি। আসন্ন মৌসুমে সাফল্যের ক্ষেত্রেও এটি খুব কাজে দিতো এমন ভাবনাও ছিল তার। শেষ পর্যন্ত আর রোমেরোকে দলে ভেড়াতে পারেনি বার্সেলোনা।
ইতালিয়ান ক্লাব আতলান্তা থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যাম হটস্পারে যোগ দিচ্ছেন আর্জেন্টইন ডিফেন্ডার। তার জন্য ৫০ মিলিয়নের বেশি ইউরো খরচ করেছে তারা।
মার্কা বলছে, মেসির ক্লাব ছাড়ার পেছনে অনেক কারণের মধ্যে রোমেরোকে দলে না ভেড়াতে পারাও একটি।
Please follow and like us: