আশাশুনি পাইপের ভিতরে পড়ে যুবক আহত
আশাশুনি সংবাদদাতা:
আশাশুনি উপজেলার কুড়িকাহুনিয়া দক্ষিণ বিলের পানি নিষ্কাশনের কাজ করার সময় মোস্তাফিজুর রহমান (৩৩) নামে এক যুবক পাইপের ভিতরে ঢুকে আহত হয়েছে।
সোমবার (২ আগষ্ট) সকাল ১০.৩০ টার দিকে এ ঘটনা ঘটে। কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে বেড়িবাধে নাইনটি পাইপ প্রযুক্তিতে কাজ করার সময় এ দূর্ঘটনা ঘটে।
আহত মোস্তাফিজুর রহমান কুড়িকাহুনিয়া গ্রামের আব্দুল মান্নান হাওলাদারের ছেলে।পাইপের মাধ্যমে পানি নিষ্কাশনের কাজ করার সময় মোস্তাফিজ পাইপের মুখে সৃষ্ট পানির ঘোলে পড়ে যায়। পানির টানে তার পা থেকে কোমর অবধি পাইপের ভিতরে ঢুকে যায়। কোমর এবং মাথা বাইরে থাকলেও মাথা সম্পূর্ণ পানিতে ডুবে ছিল। সহকর্মীরা ৫/৬ মিনিটের প্রচেষ্টায় নাইটটি পাইপে লাগানো টিউবওয়েল খুলে এয়ার প্রেসারে তাকে উদ্ধার করা হয়। সাথে সাথে নৌকা যোগে তাকে তালতলা বাজারে নিয়ে চিকিৎসা সেবা দেয়া হয়। প্রাথমিকভাবে তাকে অক্সিজেন দেয়া হয় পরে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।