অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি ওষুধও সরবরাহ করবে জেলা বিএনপি
প্রেস বিজ্ঞপ্তিঃ
অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি ঔষধও সরবরাহ করবে সাতক্ষীরা জেলা বিএনপি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির চেয়ারপার্সনের দপ্তর থেকে সাতক্ষীরা করোনা হেল্প সেন্টারে ওষুধ সামগ্রী
পাঠানো হয়েছে।
গতকাল উক্ত ঔষধ সামগ্রী আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সদস্য
সচিব আব্দুল আলিম চেয়ারম্যান,বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ চেয়ারম্যান,করোনা হেল্প সেন্টার পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, জেলা কৃষক দলের আহবায়ক মোঃ আহসানুল কাদির স্বপন।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, সহ সভাপতি হাসান শাহরিয়ার রিপন, জেলা স্বেচ্ছা সেবকদলের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শেখ জিল-ুর রহমান, হাবিবুর রহমান, ছোট খোকন (মেম্বার), সাত নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল
জলিল সহ অনেকে ।
এখন থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের জন্য সাতক্ষীরা জেলা বিএনপি পরিচালিত করোনা হেল্প সেন্টার থেকে ফ্রি অক্সিজেন সিলিন্ডার সরবরাহের
পাশাপাশি ঔষধ সরবরাহ করা হবে। যাদের অক্সিজেন সিলিন্ডার প্রয়োজন তাদেরকে ঔষধ সেবা গ্রহণের জন্য ডাক্তারি প্রেসক্রিপশন সঙ্গে আনার জন্য বিনীত ভাবে অনুরোধ করা যাচ্ছে।