তিনদিন পর খুলেছে ব্যাংক, আড়াইটা পর্যন্ত লেনদেন
নিউজ ডেস্ক:
টানা তিনদিন বন্ধের পর আজ সোমবার সকাল ১০টায় ব্যাংকে সীমিত পরিসরে লেনদেন শুরু হয়েছে। লেনদেন চলবে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে অন্যান্য আনুষাঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত।
শুক্রবার, শনিবার ও রোববার বন্ধ থাকায় টানাতিন দিন ব্যাংক লেনদেন বন্ধ ছিল।
এ বিষয়ে গত ২৮ জুলাই একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপার ভিশন বিভাগের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম।
এতে বলা হয়, করোনা সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ১ ও ৪ আগস্ট সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে ২, ৩ ও ৫ আগস্ট ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাংক খোলা রাখা যাবে বিকেল ৪টা পর্যন্ত।
Please follow and like us: