তালায় সকলের প্রিয় শিক্ষক কাজী ফজলুল হক ইরিজ স্যার (৮১) এর ইন্তেকাল দাফন সম্পন্ন
Post Views:
৮৬৯
জহর হাসান সাগরঃ
সাতক্ষীরার তালা সদরের মহল্লাপাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক অবসরপ্রাপ্ত শিক্ষক সকলের প্রিয় মানুষ কাজী ফজলুল হক ইরিজ ( ৮১)স্যার সোমবার রাত্র ১২ টার সময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনাবস্হায় ইন্তেকাল করেন। বাদ যোহর নামাজঅন্তে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্হানে দাফন করা হয়েছে। তিনি তিনপুত্র ৩ কন্যা সন্তান রেখে যান।
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি ভালবেসে হাঁসিমুখে ছাত্রদের শিক্ষাদান করতেন জীবনে কালোমুখ করে করোসাথে কথা বলেন নি। জানাযা নামাজে উপস্হিত ছিলেন জাতীয়পার্টির তালা উপজেলা সভাপতি তালা সদরের সাবেক চেয়ারম্যান সাংবাদিক,এস,এম নজরুল ইসলাম, আলহাজ্ব ডাঃ মাহমুদুল হক, সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, আলহাজ্ব মাওলানা তাওহীদুর রহমান , মরহুমের মাতা শেখ মুহাম্মদ নুরোল হুদা জানাযা নামাজের ঈমামতি করেন। আওয়ামিলীগ, বি,এন,পি, জাতীয়পার্টি, এন,জি,ও, শিক্ষক, সমাজ সেবক সহ এলাকার শতশত মানুষ জানাযা নামাজ সহ দাফন অনুষ্টানে অংশ গ্রহন করেন।