তালায় একদিনে ৪টি বাল্যবিবাহ বন্ধ করলেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল নাহার
জহর হাসান সাগরঃ
সাতক্ষীরা জেলার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নে সুমি খাতুন (১৪), মারফা খাতুন (১৩+), ও রুমা আক্তার (১৬) নামের
তিনটি মেয়ে বিয়ে হবে এমন তথ্য জানতে পেরে ওই মেয়েদের পরিবার কে তালা উপজেলার অফিস থেকে নোটিশ পাঠান।
(০২ আগস্ট) সকাল ১০টা সময় অভিভাবকরা তালা উপজেলা নির্বাহি অফিসার এর অফিসে এসে হাজির হয়ে বলেন যতদিন আমাদের মেয়ের বিয়ের বয়স না হবে ততদিন আমরা আমাদের মেয়ের বিয়ে দিবো না, এই অঙ্গীকার করে মহিলা বিষয়ক কর্মকর্তা অফিসে এসে লিখিত দিয়ে যান।
এ বিষয়ে তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল নাহার বলেন।
তাদের উপস্থিতিতে অভিভাবকদের তালা উপজেলার সম্মানিত ইউ এন ও স্যারের অফিসে হাজির করা হলে অভিভাবকরা ভুল স্বীকার করেন। এই তিন বিয়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তিনি আরো বলেন জেলা বাল্যবিবাহ প্রতিরোধে কমিটির সদস্য জনাব সাকিবুর রহমান, ধানদিয়া ইউ পি সচিব ও দফাদারের মাধ্যমে একই ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মুসলিমা খাতুনের বিয়ে বন্ধ করে অবিভাবকরা মুচলেকা দিয়েছেন ও বর ফিরে গেছেন ।
Please follow and like us: