সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু:আক্রান্ত ৮২
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় ২৯৭ জনের শরীরে নমুনা পরীক্ষায় ৮২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় হার ২৭ দশমিক ৬১ শতাংশ।এনিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ৫ হাজার ৬শ ৭৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৪শ ৫২ জন। বর্তমানে সাতক্ষীরা জেলায় করোনা পজেটিভ রুগীর সংখ্যা ১ হাজার ১শ ৩৯ জন।এখনো পর্যন্ত জেলায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৫৩ জনের।এদের মধ্যে নমুনার রেজাল্ড পাওয়া গেছে ২২ হাজার ২শ ১৮ জন।২৪ ঘন্টায় সুস্থ ৬৪ জন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে ১৫৬ জন এদের মধ্যে ১০ জনের করোনা পজেটিভ। এদিকে বেসরকারি হাসপাতালে ৩৯ জনের মধ্যে ৭ জন পজেটিভ। আইসিসিউতে আছে ৮ জন। আর বাকিরা তাদের নিজ বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছে।
গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু ৩ জন। এনিয়ে জেলায় মোট করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৫শ ৪৫জন।
গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু নেই। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু বরণ করেছে ৮৫ জন।
সাতক্ষীরায় চলমান কঠোর লকডাউনের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে বিনা কারণে নানা অজুহাতে সাধারণ মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন। হাট বাজার গুলোতে দেখা গেছে মানুষের জনসমাগম। মানা হচ্ছেনা তেমন স্বাস্থ্যবিধি। তারা যেন আইশৃখংলা বাহিনীর সাথে লুকোচুরি খেলছেন। আইনশৃখংলাবাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে চেক পোষ্ট বসিয়ে যারা অকারণে বাইরে বের হচ্ছেন তাদের চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। শহরের অধিকাংশ দোকান আংশিক খোলা রেখে বেচা কেনা করছেন। সড়কে ব্যাক্তিগত যানবাহন, ত্রি-হুইলার, মোটর সাইকেল, ইজিবাইক ও ভ্যান চলাচল করছে। খোলা রয়েছে জরুরি সেবা প্রতিষ্ঠান। বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন।
এছাড়া, লকডাউনের বিধি নিষেধ ভঙ্গ করায় জেলায় গত ২৪ ঘণ্টায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৮ টি অভিযানে ৩০টি মামালায় ৪২ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অন্যদিকে, জেলায় মৃত্যুর হার কমে এসেছে।তবে আরও কিছুদিন পর্যবেক্ষন না করে এটি ঠিক বোঝা যাবে না।সাতক্ষীরা মেডিকেলের পিসিআর ল্যাবে কন্টামিনেশনের যে সমস্যা হয়েছিলো সেটি ঠিক হওয়ার পর আজ থেকে আবার পরীক্ষা করা যাবে।জেলা সদরের ও উপজেলা সদরের টিকা দানের কর্মসূচি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা:মো:হুসাইন শাফায়াত।