শ্যামনগর রমজানগরের সোরা মিনি সুন্দরবনের শতাধীক গাছ কর্তনের অভিযোগ
নিজস্ব প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা মিনি সুন্দরবনে আবারও গাছ কর্তন করার অভিযোগ উঠেছে। রমজাননগর ইউনিয়নের সোরা
গ্রামের সেফা মোল্যার পুত্র মজিদ মোল্যা , মনোহর মোল্যার পুত্র মুছা
মোল্যার বাড়ী থেকে এবং ঘেরের রাস্তা থেকে এ কর্ত্তনকৃত গাছ গুলো জব্দ করা
হয়। অত্র ইউনিয়ন পরিষদের দফাদার আব্দুল মান্নান বলেন , গোপন সংবাদের
ভিত্তিতে সোরা মিনি সুন্দরবন রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক
নূরুন্নবী ইমন , কোষাধ্যক্ষ সাংবাদিক জি,এম, মহাসীন হুদা ও আমি শনিবার
বিকাল ৪ টায় উপস্থিত হয়ে চেয়ারম্যান শেখ আল মামুনের নির্দেশক্রমে
কর্ত্তনকৃত গাছ গুলো জব্দ করে ইউনিয়ন পরিষদে প্রেরন করি এবং কিছু
কর্ত্তনকৃত গাছ ওয়াব্দার রাস্তার উপরে আছে। রাস্তা কাঁদা থাকায় পরিষদে
নিয়ে যাওয়া সম্ভব হয়নি। জানা যায় , সোরা মিনি সুন্দরবনটি বহু পূর্বে
এলাকার প্রয়াত মুনছুর গাজীসহ কিছু মানুষের সার্বিক প্রচেষ্টায় বনায়ন
সৃষ্টি হয়। গাছ গুলো ধীরে ধীরে বড় হওয়ায় পরে এলাকার চিহ্নিত কয়েকজন
ব্যক্তি প্রতিনিয়ত গাছ কর্তন করা শুরু করে। তাছাড়া এক শ্রেনীর ব্যক্তি
গরু/ছাগলের পাতা খাওয়ানোর অযুহাতে মিনি সুন্দরবনে প্রবেশ করে গাছের ডাল
ভাঙ্গে। দিনের পর দিন তারা অপরাধ করে আসলেও কোন প্রকার শাস্তি বা আইনি
পদক্ষেপ গ্রহন না হওয়ায় এ ভাবে উজার হচ্ছে সোরা মিনি সুন্দরবন। এ বিষয়ে
রমজাননর ইউ,পি চেয়ারম্যান শেখ আল মামুন বলেন , সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে
লোক পাঠিয়ে কর্তনকৃত গাছ গুলো জব্দ করে ইউনিয়ন পরিষদে নিয়ে এসেছি।
উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
বিষয়টি নজরে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা প্রশাসনের
হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
Please follow and like us: