টিকা নেয়ার সর্বনিম্ন বয়স ২৫ নির্ধারণ
নিউজ ডেস্কঃ
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধ টিকা নিতে ৩০ থেকে কমিয়ে সর্বনিম্ন ২৫ বছর বয়স নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদফতর।
বৃহস্পতিবার অধিদফতরের এক বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এর আগে, দেশে টিকা নিবন্ধনের শুরুর দিকে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধনের অনুমোদন দেওয়া হয়েছিল। পরে নিবন্ধন কম হওয়ায় আরো বেশি সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে বয়স কমানোর সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদফতর। সেই সময় ৫৫ থেকে বয়স কমিয়ে ৪৪ বছর করা হয়।
এরপর দ্বিতীয় দফায় কমিয়ে করা হয় ৪০ বছর। গত ৫ জুলাই তৃতীয় দফায় টিকাগ্রহীতাদের বয়স কমিয়ে ৩৫ বছর করা হয়। পরে গত ১৯ জুলাই চতুর্থ দফায় তা আরো কমিয়ে করা হয় ৩০ বছর।
Please follow and like us: