৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রম শুরু
নিউজ ডেস্ক:
আগামী ৭ আগস্ট থেকে সারাদেশে করোনাভাইরাস প্রতিরোধক টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মঙ্গলবার করোনা পরিস্থিতিতে করণীয় নির্ধারণে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, টিকাগ্রহণে ইচ্ছুক লোকেরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড নিয়ে ক্যাম্পে গেলেই টিকা দেওয়া হবে।
বৈঠক সূত্র জানায়, করোনার টিকা দেওয়ার গতি বাড়াতে ৭ আগস্ট থেকে দেশে বিদ্যমান সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) কার্যকর হবে। গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্য অস্থায়ী টিকাদানকেন্দ্রগুলোকেও কাজে লাগানো হবে। দিনে সাড়ে আট লাখ করে প্রতি সপ্তাহে ৬০ লাখ মানুষকে করোনাভাইরাসের টিকা প্রদান করা হবে।
Please follow and like us: