শহীদ সম আলাউদ্দিনের মেজো ভাই ও তাঁর হত্যা মামলার বাদী সম নাসিরুদ্দিন সরদার মৃত্যুতে শোকবার্তা
দৈনিক পত্রদূত এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহীদ সম আলাউদ্দিনের মেজো ভাই ও শহীদ সম আলাউদ্দিন হত্যা মামলার বাদী সাতক্ষীরার তালা উপজেলার মিঠাবাড়ি গ্রামের সম নাসিরুদ্দিন সরদার আর নেই। ২৬ জুলাই রাত সাড়ে ১২ টার সময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি—রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র ও অসংখ্য আত্মিয় স্বজন গুনাগ্রাহি রেখে গেছেন। মঙ্গলবার বেলা ২টার সময় তালা উপজেলার মিঠাবাড়ি ঈদগাহ ময়দানে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, মরহুমের আত্মীয় স্বজনসহ এলাকাবাসী উপন্থিত ছিলেন।
এদিকে সম নাসিরুদ্দিন সরদার এর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা সাংবাদিক ঐক্যর পক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিম, সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিনি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাবেক সহ সভাপতি অধ্যক্ষ আশেক ই এলাহী, সাবেক সহ-সভাপতি শেখ আব্দুল ওয়াজেদ কচি, সিনিয়র সাংবাদিক আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, সিনিয়র সাংবাদিক দেশটিভির শরিফুল্লাহ কায়সার সুমন, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক আবুল কাশেম, সদস্য সচিব আমিনা বিলকিস ময়না, দৈনিক প্রবাহের এড. খায়রুল বদিউজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, ডিবিসি টিভির এম জিল্লুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ সহ সিনিয়র সাংবাদিকবৃন্দ।
শোকবার্তায় মরহুম প্রয়াত নাসিরুদ্দিন সরদারের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন সাংবাদিকবৃন্দ। তারা তার আত্মার শান্তি কামনা করেন।