কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষায় ইউএনও’র মাস্ক প্রদান
কেশবপুর প্রতিনিধি ॥
যশোরের কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক প্রদান করেছেন সাংবাদিক বান্ধব উপজেলা নির্বাহি অফিসার এম এম আরাফাত হোসেন। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহি অফিসার এম এম আরাফাত হোসেন তাঁর কার্যালয়ে সাংবাদিকদের সুরক্ষায় উপজেলা প্রেসক্লাব সভাপতি এস আর সাঈদ ও দপ্তর সম্পাদক জাকির হোসেন সবুজের হাতে মাস্ক তুলে দেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রিজিবুল ইসলাম উপস্থিত ছিলেন। ইতিপূর্বেও উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা হ্যান্ডস স্যানিটাইজার ও মাস্ক প্রদান করেছেন।
অপরদিকে উপজেলা নির্বাহি অফিসার এমএম আরাফাত হোসেন কেশবপুর উপজেলায় করোনা ভাইরাস সংক্রামন রোধে ব্যাপক কাজ করে চলেছেন। তিনি জীবনের ঝুঁকি নিয়ে পায়ে হেটে লকডাউন কার্যকর করছেন এবং মানুষের মাঝে মাস্ক বিতরণ করছেন। করোনায় আক্রান্তদের বাড়ি লক ডাউন করছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য পৌছে দিচ্ছেন। এমনকি ঔষুধও বিনামূল্যে প্রদান করছেন। তাছাড়া ৩৩৩ নম্বরে ফোন দেওয়া মানুষের বাড়িতে দ্রুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য পৌছে দিচ্ছেন। করোনা ভাইরাস সংক্রামণ রোধে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সকল কার্যক্রমকে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে উৎসাহ প্রদান করা সহ অভিনন্দন জানানো হয়েছে।