কলারোয়ায় লকডাউনে বিধিনিষেধ না মানায় জরিমানা
কামরুল হাসানঃ
কলারোয়ায় কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতে কয়েকজনকে বিভিন্ন অপরাধে আর্থিক দন্ডে দন্ডিত করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১ টা থেকে বেলা ১ টা পর্যন্ত পৌর সদরের বিভিন্ন সড়ক ও মোড়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত পরিচালনাকালে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে বস্ত্র বিতান মালিক, প্রাইভেটকার চালকসহ কয়েকজনকে ৬ টি মামলায় ৯ হাজার ৫ শত টাকা আর্থিক দন্ডে দন্ডিত করেছেন। আদালতকে সহযোগিতা করেন বেঞ্চ সহকারী প্রনব কুমার সরকারসহ সেনাবহিনী,পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ।
উপজলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট আল আমীন লকডাউন সফল করতে বিভিন স্থান পরিদর্শনকালে তিনি বিনা প্রয়াজনে কাউকে বাইরে না আসার উপর গুরুত্ব দিয়ে সকলকে মাস্ক পরিধান, সামাজিক (শারিরীক) দূরত্ব বজায় ও সকল সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান।
এদিকে, লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনসহ পুলিশ প্রশাসনকে মাঠে থাকতে দেখা গেছে।