সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় ঈদের কারণে নমুনা পরীক্ষা করা হয়নি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে।আবার আগামীকাল ২৫ জুলাই থেকে নমুনা পরীক্ষার কাজ শুরু হবে।
এনিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ৫ হাজার ১শ ৬৮ জন।
এদের মধ্যে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৯শ ৬৭ জন। বর্তমানে সাতক্ষীরা জেলায় করোনা পজেটিভ রুগীর সংখ্যা ১ হাজার ১শ ১৯ জন। জেলায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৬শ ৩৩ জনের।মোট প্রাপ্ত রিপোর্ট ২০ হাজার ৩শ ৮৮ জন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে ১৮৩ জন। এদের মধ্যে ১৩ জনের করোনা পজেটিভ। আইসিসিউতে ভর্তি রয়েছে ৮ জন।
গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৫শ ২জন।
গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৮২ জন।
এদিকে, চলমান কঠোর লকডাউন চলছে ঢিলেঢালাভাবে। আইনশৃখংলা বাহিনীর তৎপরতা থাকলেও জেলা শহরের প্রত্যেকটি সড়কে মানুষের চলাচল করতে দেখা যায়। হাট বাজার গুলোতেও রয়েছে জনসমাগম। মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। সড়কে জরুরি পন্যবাহী পরিবহনের পাশাপাশি রয়েছে ছোট ছোট যান চলাচল। খোলা রয়েছে জরুরি সেবা প্রতিষ্ঠান। বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন।
এছাড়া জেলায় ম্যাজিস্ট্রের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত, সেনাবাহিনী, পেট্রোল টিম, প্লাটুন, বিজিবি ও পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার ব্যাটেলিয়ন মোতায়েন রয়েছে।
এদিকে, গত দুই সপ্তাহ যাবত করোনা কমা শুরু করেছে। যদিও সাতক্ষীরা মেডিকিল কলেজে হাসপাতালে ৮টি আইসিসিউতে করোনা রুগী ভর্তি রয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা:হুসাইন শাফায়াত।তিনি আরো বলেন,সকলকে স্বাস্থ্যবিধি মানতে ও মাস্ক ব্যবহার করতে।জেলায় ২২ হাজার সিনোফার্মের টিকা দেওয়ার কাজ চলছে।