যে কারণে মোশাররফ করিমের বিরুদ্ধে কুমিল্লায় মামলা
কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নাট্য অভিনেতা মোশাররফ করিমসহ চারজন ও একটি টেলিভিশন কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনজীবীদের হেয় প্রতিপন্ন করার অভিযোগে মামলা করা হয়েছে।
রোববার দুপুরে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬নং আমলি আদালতে ৫০ কোটি টাকার এ মানহানির মামলাটি করেন আইনজীবী মো. রফিকুল ইসলাম হোসাইনী।
মামলায় অভিযোগে বলা হয়েছে, ‘হাই প্রেসার-২’ নামের একটি নাটক বৈশাখী টিভির অনলাইনেও প্রচারিত হয়। এতে আইন পেশাকে কটাক্ষ করা হয়েছে। তাই এ মামলায় অভিনেতা মোশাররফ করিম, অভিনেতা জামিল হোসেন, ফারুক আহমেদ, আদিবাসী মিজান ও বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।
মামলার বাদী অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম হোসাইনী জানান, বিষয়টি আইন পেশার জন্য কটাক্ষ ও মানহানিকর। তাই শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ মামলাটি তদন্ত সাপেক্ষে আগামী ১৮ আগস্ট রিপোর্ট দাখিলের জন্য পিবিআইকে নির্দেশে দিয়েছেন। আশা করি আমরা ন্যায় বিচার পাব।
Please follow and like us: