শ্যামনগরে ৫ দফা দাবিতে জেলে বাওয়ালিদের মানববন্ধন
আশিকুজ্জামান লিমনঃ
গাবুরা যুব ফোরামের উদ্যোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ৫ দফা দাবিতে জেলে বাওয়ালি মৎস্যজীবিদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । ১৮ জুলাই (রবিবার) সকাল ৯ টায় চাঁদনীমুখা বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন যুব ফোরামের নেতৃবৃন্দ সহ সকল জেলে বাওয়ালি মৎস্যজীবী গন। উক্ত অনুষ্ঠানে জেলে বাওয়ালি দের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে পাঁচটি দাবি পেশ করা হয়, সুন্দরবনে প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, সুন্দরবনে অবস্থানের মেয়াদ বাড়াতে হবে, স্থানীয় নদীতে মাছ ধরার অনুমতি দিতে হবে, সরকারি অনুদান আরো বাড়াতে হবে এবং সঠিক বিতরণ করতে হবে ও প্রশাসনকে আরও মানবিক হতে হবে এই জেলেদের পক্ষে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাবুরা যুব ফোরামের আহ্বায়ক মোঃ ইয়াসিন আরাফাত তিনি বলেন, গাবুরার ৮০% মানুষ এই সুন্দরবন এর উপর নির্ভরশীল তারা এটা থেকে উপার্জন করে জীবন যাপন করেন। হঠাৎ এতদিন সুন্দরবন বন্ধ থাকার কারণে না খেয়েও দিন যাপন করতে হচ্ছে। সবাই যখন ঈদের কেনাকাটায় ঠিক তখন এই মানুষগুলো সরকারের দিকে চেয়ে বসে আসে কখন সুন্দরবন খুলে দেব কখন তারা পেট ভরে খাবে। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে অনুরোধ তিনি যেন তার সন্তান হিসেবে এই মানুষগুলো জন্য খুবি দ্রুত কিছু করেন। মানববন্ধনে মৎস্যজীবী এবং জেলে বাওয়ালিরা নিজেদের দুঃখ দুর্দশা নিয়ে বক্তব্য রাখেন।
Please follow and like us: