মৌলভীবাজারে নারী-শিশুসহ ২১ রোহিঙ্গা আটক
নিউজ ডেস্ক:
মৌলভীবাজার শহরে নারী-শিশুসহ ২১ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ছয়জন পুরুষ, আটজন নারী ও ৭ জন শিশু। তারা ভারত থেকে পালিয়ে এসেছিলেন বলে জানা গেছে।
শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের শরীরের তাপমাত্রা মেপে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, শনিবার সকাল ১০টা ২০ মিনিটে ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে নারী-শিশুসহ ২১ জন রোহিঙ্গাকে আটক করা হয়। তারা কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া গ্রাম দিয়ে দালালদের মাধ্যমে ভারতের ত্রিপুরা রাজ্যের আলীহাট থেকে এসেছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তাদের আত্মীয়-স্বজন রয়েছে। সেখা যাওয়ার উদ্দেশ্যে ভারতীয় দালাল সাইফুল ও বাংলাদেশের দালাল ফরিদ-জসিমের মাধ্যমে তারা বাংলাদেশে প্রবেশ করে।
পুলিশ সুপার আরো জানান, তারা পাচারের সম্মুখীন কিংবা অন্য কোনো কারণে বাংলাদেশে এসেছে কিনা তা তদন্ত করা হচ্ছে। তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। দালালদের ধরতে অভিযান অব্যাহত।
এর আগে, ২ জুলাই একইভাবে ঢাকা বাসস্ট্যান্ড থেকে ১৪ রোহিঙ্গাকে আটক করে পুলিশ। পরে তাদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়।